পঞ্চগড় পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি ও জাগপা মনোনীত মেয়র পদে তিন, কাউন্সিলর ৩৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. তৌহিদুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার আলম বিপ্লব দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীরের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সফিকুল আলম/এএইচ/এমকেএইচ