দেশজুড়ে

সমতার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সোহাগ গাজী

বরগুনার এমপি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ড্র করেছে বরগুনা বয়েজ ও অল স্টার্স অব বরিশাল।

সমতার এ ম্যাচে তিন ৬ ও তিন ৪ এ ২৫ বলে ৩৯ রানের পাশাপাশি ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী।

বুধবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরগুনা স্টেডিয়ামে টস জিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে বরগুনা বয়েজ। জবাবে ১৯ ওভার চার বলে ১০ উইকেট হারিয়ে ১৩১ রানে গুটিয়ে যায় অল স্টার্স অব বরিশাল ইনিংস। ফলে ম্যাচটি ড্র হয়।

খেলার শুরুতে ১৩ রানেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে বরগুনা বয়েজ। তবে একপ্রান্ত আগলে রেখে অপর ওপেনার রাফি ২২ বলে ৩৪ রানের ইনিংস চাপমুক্ত করে বরগুনা বয়েজকে। রাফি ও সোহাগ গাজী ছাড়াও ৭ বলে ১৯ রানের ইনিংস সাজান ব্যাটিং অলরাউন্ডার সাকিল। ব্যাটের পাশাপাশি বল হাতে ৪ ওভারে ৩৪ রানে নেন ২ উইকেট। অল স্টার্স অব বরিশালের মাহিন ৪ ওভারে ২২ নিয়েছেন ৩ উইকেটে।

অপরদিকে অল স্টার্স অব বরিশালে মইন দুই ৪ ও দুই ৬ এ ১৯ বলে ২৭; পাশাপাশি এক ৬ ও দুই ৪ এ ৯ বলে ১৯ করেন মার্শাল।

বরগুনা বয়েজ এবং অল স্টার্স অব বরিশালের সংক্ষিপ্ত স্কোর কার্ড

বরগুনা বয়েজ ১৩১/৯। রাফি ৩৪ (২২), সোহাগ গাজী ৩৯ (২৫), শাকিল ১৯ (৭)। ৪ ওভার ১৮ রানে ১ উইকেট নিয়েছেন মইন। অন্তর ৪ ওভার ২৬ রানে নিয়েছেন ১ উইকেট। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন মাহিন আর ২ ওভারে ৭ রানে ২ উইকেট নিয়েছেন মানিক।

অল স্টার্স অব বরিশাল ১৩১/১০। অনিক ২৪ (২৭), মইন ২৭ (২৯), সাইফুল ১৯ (১৪), মার্শাল ১৮ (৯)। সোহাগ গাজী ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। শাকিল ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। মইনুল ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট এবং তাশরিক নিয়েছেন এক ওভারে ৫ রানে ১ উইকেট।

সাইফুল ইসলাম মিরাজ/এএইচ/এমকেএইচ