সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ী বর্ডার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।
শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমান্তের বাগানবাড়ী এলাকায় নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বর্ডারহাটের নির্মাণ কাজ এবং যোগাযোগ সড়কের বিষয়ে দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে নীরাজ কুমার জায়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বর্ডার হাটটি জনস্বার্থে শিগগিরই চালু করা হবে। আশা করি বর্ডার হাটটি দুই দেশের ব্যবসা বাণিজ্যের শুভ সূচনা করবে। নতুন বছরের শুরুতেই চালু হবে বাগানবাড়ি বর্ডার হাটটি চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সিলেট অফিসের সেকেন্ড সেক্রেটারি টিজি রমেশ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা প্রমুখ।
প্রসঙ্গত, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ি ও তাহিরপুর সীমান্তের শাহিদাবাদ বর্ডার হাট ডিসেম্বরের মাঝামাঝি সময়েই দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধনের কথা রয়েছে জানিয়ে গত ১০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি পাঠিয়েছেন।
লিপসন আহমেদ/এফআর