দেশজুড়ে

হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে হাত-পা বাঁধা এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) উপজেলার বারবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ সড়কের পাশের ডোবায় রোববার সকালে একটি বস্তা ভাসতে দেখলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবতির হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে। তার ডান গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো এক সময় তার লাশ ওই ডোবায় ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে পিবিআই তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।

আমিনুল ইসলাম/এসএমএম/পিআর