ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন।
এছাড়া ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।
রোববার দিবাগত মধ্য রাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে প্রায় সাড়ে ৩শ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় সাড়ে ৩শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকা পড়েছে।
শীতের মধ্যে সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, যানবাহনের চালক ও হেলপাররা।
কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার কারণে নদীতে কিছু দেখা না যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে।
এদিকে ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত ২টা থেকে এ রুটে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এছাড়া সকালে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করে দেয়া হয়।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম