দেশজুড়ে

গরু বেচার টাকার জন্য বাবাকে রড দিয়ে পেটাল দুই ছেলে

গরু বেচার টাকা না পেয়ে বৃদ্ধ বাবা আলমগীর হোসেনকে (৭০) লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করেছে দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত দু’ সহোদর সুজন হোসেন (৩০) ও সৌরভ হোসেনকে (২৫) আটক করেছে।

সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর-চিনাখড়া গ্রামে।

পুলিশ জানায়, ৭০ বছর বয়সী আলমগীর হোসেন শনিবার (৫ ডিসেম্বর) এক জোড়া গরু বিক্রি করেন। তার দুই ছেলে সুজন ও সৌরভ দোকান করার জন্য সে টাকা দাবি করে। কিন্তু বৃদ্ধ বাবা এতে রাজি হননি। এ নিয়ে গত দু’দিন ধরে তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল। সোমবার দুপুরে বাপ-বেটাদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে দুই ছেলে বাবাকে মারতে শুরু করেন। এক পর্যায়ে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে মারধর করায় তিনি জ্ঞান হারান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, ঘটনাটি দুঃখজনক। যখন ঘটনাটি ঘটে তখন তিনি অফিসিয়াল কাজে সুজানগর উপজেলা পরিষদে ছিলেন। খবর পেয়ে ওই বৃদ্ধকে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তির জন্য গ্রামের লোকজনকে বলেন। এরপর তিনি পুলিশকে খবর দেন আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। ইউপি চেয়ারম্যান সোমবার সন্ধ্যায় বৃদ্ধের আত্মীয় স্বজনদের বরাত দিয়ে জানান, তার (বৃদ্ধের) অবস্থা আশঙ্কাজনক।

মানবাধিকারকর্মী ও পাবনার মিয়াপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. শাহনাজ পারভীন জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩-এর ৫ (১) ধারা অনুযায়ী, কোনো প্রবীণ ব্যক্তি তার সন্তানদের বিরুদ্ধে ভরণপোষণ সংক্রান্ত কোনো অভিযোগ আনলে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়ার বিধান আছে। আইনে বলা হয়, কোনো সন্তানের স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকটাত্মীয় যদি বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানকে দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে তারাও একই অপরাধে অপরাধী হবেন। ফলে তাদেরও একই শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া কোনো সন্তান তার বাবা বা মাকে অথবা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধনিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বাস করতে বাধ্য করতে পারবেন না। তাছাড়া সন্তান তার মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবেন ও পরিচর্যা করবেন।

তিনি বলেন, এতো কঠোর আইন থাকা সত্ত্বেও যুবক ছেলেদের পিটুনিতে বাবার জীবন সঙ্কটে। এটা দুঃখজনক ও লজ্জাকর। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রমাণ এটা। এদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, পুলিশ বিকেলে অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অভিযুক্ত দু’জনকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

আমিন ইসলাম/জেএইচ/এমএস