দেশজুড়ে

বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন

পটুয়াখালীতে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

সোমবার (৭ ডিসেম্বর) শহরের সোনালী ব্যাংক মোড়ে ভাস্কর্য এবং এর আশপাশের এলাকায় এসব ক্যামেরা স্থাপন করা হয়।

জানা গেছে, পটুয়াখালী শহরের প্রবেশপথে সোনালী ব্যাংকের গোল চত্বরে বঙ্গবন্ধুর এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নির্মাণ করছে পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ।

সুশীল সমাজের প্রতিনিধি মো. রনি বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখণ্ডের সৃষ্টি হতো না। আজ তার ভাস্কর্য নিয়ে কত মানুষের অ্যাল্যার্জি। বাংলাদেশের সাধারণ মানুষ ভাস্কর্য রক্ষা করতে জানে। পৌর কর্তৃপক্ষের সিসি ক্যামেরা স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। সিসি ক্যামেরা স্থাপন করায় জননন্দিত পৌর মেয়র মহিউদ্দিন আহমেদকে ধন্যবাদ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসজে/পিআর