দেশজুড়ে

পিকআপ ভ্যানের চাপায় স্বাস্থ্য সহকারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মিনারা বেগম (৩৫) নামে এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের মাতুরবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা উপজেলার কানাইনগর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে কাজ শেষ করে মাতুরবাড়ি মোড় থেকে কানাইনগর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হয়ে গাড়িতে উঠছিলেন মিনারা। এ সময় একটি পিকআপ ভ্যান মিনারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এসজে/পিআর