বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
দিকনির্ণয়ে ব্যর্থ হওয়ায় মাঝ পদ্মায় আটকে ছিল চারটি ফেরি। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘাট সূত্র জানিয়েছে, রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা চারটি ফেরিও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ জানান, সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল শুরু করে। কুয়াশা কিছুটা কমলেও পুরোপুরি এখনও কাটেনি। তবে ফেরি চলাচলে সমস্যা হবে না।
নাসিরুল হক/এফএ/জেআইএম