যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় কেজি ভারতীয় গাঁজাসহ বাবলু মোড়ল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলু মোড়ল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত আতিয়ার মোড়লের ছেলে।পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার এস আই শফি আহমেদের নেতৃত্বে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বাবলু মোড়লের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এএইচ/এমকেএইচ