ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন (নৌকা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ১০ হাজার ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ২৬০ ভোট।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ছিল ১৯ হাজার ৯৯০ জন।
মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১০ হাজার ২৮০ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন নির্বাচিত হয়েছেন।
বি কে সিকদার সজল/এএইচ/জেআইএম