পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার দাবিতে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুসহ পাঁচ জনকে জেলেগেটে চার দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত এ আদেশ দেন।
এরআগে পুলিশি নিরাপত্তায় মশিউর রহমান ও তার স্ত্রী এলিজাসহ পাঁচ জনকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শওকত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান শিমুর নেতৃত্বে গত ২৯ নভেম্বর বিকেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় তারা শাহ আলমকে কুপিয়ে জখম করে। একই সঙ্গে তাকে মারধরও করা হয়।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান শিমু ও তার স্ত্রীসহ পাঁচ জনকে গ্রেফতার করে।
কাজী সাঈদ/এসজে/জেআইএম