দেশজুড়ে

ফরিদপুর পৌরসভার মেয়র হলেন আওয়ামী লীগের অমিতাভ

ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস (নৌকা প্রতীক)। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৮৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডের বর্ধিত এ পৌরসভার ৬৭টি কেন্দ্রে ৩৯২টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইবিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব জানান, নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস ৫৬ হাজার ৮৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৩৩০ ভোট।

ফরিদপুর পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুস সালাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র শেখ মাহাতাব আলী মেথু (নাড়কেল গাছ)।

তবে প্রার্থিতা প্রত্যাহারের পর শেখ মাহাতাব আলী মেথু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২৭টি ওয়ার্ড নিয়ে বর্ধিত পৌরসভার মোট ৬৭টি কেন্দ্রে ৩৯২টি বুথে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ছিল এক লাখ ৪৮ হাজার ২৭৯ জন।

বি কে সিকদার সজল/বিএ