মাদারীপুরের রাজৈর পৌরসভার উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা রশীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক।
জানা যায়, রাজৈর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা রশীদ ৯ হাজার ৭৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর সিদ্দিক ৭ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন।
এটিই ছিল মাদারীপুর জেলায় প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন। সকালে আচরনবিধি লঙ্ঘনের দায়ে রাজৈর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২ জনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নী।
নাসিরুল হক/এফএ/এমএস