‘কী যে শীত তা বলে বুঝাতে পারবো না! ভাত খেতে পারি না আর গরম কাপড় কিনব ক্যামনে? আমি শীতে কাঁপতেছিলাম। তাই দেখে একজন স্যার একটি কম্বল দিল। এখন শান্তিতে ঘুমাতে পারব।’
এভাবে কথাগুলো বলছিলেন লঞ্চঘাট এলাকায় ভবঘুরে চল্লিশোর্ধ্ব রফিক মিয়া।
পটুয়াখালী জেলার ভবঘুরে, অসহায়, ছিন্নমূল মানুষগুলোকে উষ্ণতা দিতে রাতে কম্বল হাতে পথে পথে ঘুরছেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে শীত উপেক্ষা করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন এই পুলিশ সুপার। শহরের লঞ্চঘাট এলাকায় শীতে কাঁপছিলেন রাহিমা বেগম। ছলছল চোখে কম্বলের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমরা কি কম্বল পামু? আমাগোতো টাকা নাই?’
পুলিশ সুপারের কম্বল হাতে পেয়ে তার মুখে হাসি ফুটে ওঠে। তখন তিনি বলেন, ‘এই শীতের মধ্যে স্যার যে আমাদের হাতে কম্বল দিয়েছেন আল্লাহ তাকে ভালো রাখুন।’ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে চারশ কম্বল বিতরণ করা হয়েছে।
শীত উপেক্ষা করে কম্বল বিতরণের সময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসানসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, ‘আমরা অল্প সংক্ষক মানুষের পাশে দাঁড়িয়েছি। এই শীতে অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’
মহিব্বুল্লাহ চৌধুরী/এসআর/এমএস