যশোর থেকে মোটরসাইকেল সার্ভিসিং করে মাদারীপুরের কালকিনিতে নিজ বাড়িতে আর ফেরা হলো না ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা কিরণের (২০)। ঘরে ফেরার পথেই থেমে যায় তার জীবনের পথ।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার হুদা-রাজাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মাসুদ রানা কিরণ মাদারীপুরের কালকিনি উপজেলার শামছুল হকের ছেলে এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার হুদা-রাজাপুর মোড়ে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয় মোটরসাইকেলটি এবং চালক কিরণ আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মামা মনিরুজ্জামান খোকন জানান, কিরণ তার মোটরসাইকেলের সার্ভিসিংয়ের জন্য যশোরে এসেছিল। দুপুরের আগেই তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বাস দুর্ঘটনায় তার আর বাড়ি ফেরা হলো না।
যশোর সদর উপজেলার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ কানুচন্দ্র বিশ্বাস জানান, বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পলাতক।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে।
মিলন রহমান/এসএমএম/জেআইএম