সিরাজগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) রাতে শহরের একডালা পুনর্বাসন এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, একডালা পুনর্বাসন এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়।
এছাড়া বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বর-কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম