শেরপুরে চাঞ্চল্যকর তাজেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামের বাসিন্দা বাদশা মিয়া, তার ছেলে ফকির আলী ও আলিনাপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হাসমত আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৭ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার চান্দেরনগর গ্রামের দিনমজুর তাজেল মিয়াকে বাদশা মিয়া, ফকির ও হাসমতসহ কয়েকজন লোহার রড এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন তাজেলের ভাই মো. জিয়া বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুন সাত জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সজীব খান। বিচারিক প্রক্রিয়ায় মামলার বাদী, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
ইমরান হাসান রাব্বী/এসজে/এমকেএইচ