ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ক্যাডেট কলেজ এলাকা থেকে মির্জাপুর সদর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলের দিকে থেমে থেমে যান চলাচল করলেও ঢাকার দিকে একেবারেই থেমে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার পর থেকে এমন চিত্র দেখা যায়।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, বিজয় দিবসের ছুটিতে কর্মজীবী মানুষ ঘরে ফেরা শুরু করেছেন। তাই মঙ্গলবার দুপুরের পর থেকে বাস চলাচল বৃদ্ধি পায়। সন্ধ্যা ৫টার পর থেকে মহাসড়কের গোড়াই এলাকায় যানজট শুরু হয়। যানজট এক পর্যায় ক্যাডেট কলেজ এলাকা থেকে মির্জাপুর সদর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বিস্তৃত হয়েছে।
এস এম এরশাদ/এসজে/এমএস