মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলানায়তনে ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মো. শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান।
অনুষ্ঠানে ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এছাড়া সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার উপস্থিত ছিলেন।
কাজী সাঈদ/এসএমএম/এমএস