দেশজুড়ে

মাগুরায় নৌকার প্রার্থী টুটুল, ধানের শীষের কাফুর

আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খুরশীদ হায়দার টুটুল। আর বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান ইকবাল আকতার খান কাফুর। আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়ন পত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

তবে মাগুরা পৌরসভায় এবারের নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

আরাফাত হোসেন/এফএ/এমএস