দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ছাড়া হলো ৩টি কুমির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে পশুর নদীর হারবারিয়া খালে কুমিরগুলোকে ছাড়া হয়।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে দীর্ঘদিন ধরে কুমির প্রজনন করা হয়। প্রকৃতিতে কুমিরের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে কুমির ছানা বনের অভ্যন্তরে নদী ও খালে অবমুক্তও করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ধাপে ধাপে ৯০টি কুমির অবমুক্ত করার কথা রয়েছে। সে অনুযায়ী ধারাবাহিকভাবে কুমিরের ছানাগুলো অবমুক্ত করে যাচ্ছেন বনবিভাগের কর্মকর্তারা। এ নিয়ে দুই ধাপে মোট ৬টি কুমির অবমুক্ত করা হলো। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন,যুগ্মসচিব মো. আ. রাজ্জাক, উপসচিব এ.এস.এম ফেরদৌস, বন সংরক্ষক জনাব মো. মঈনুদ্দিন খান, সুন্দরবন পূর্ব বন বিভাগীয় বন কর্মকর্তা জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।

হাওলাদার আজাদ কবির জাগো নিউজকে আরও বলেন, করোনাভাইরাসের কারণে সুন্দরবনের নদী ও খালে কুমির অবমুক্তকরণ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটেছে। বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির প্রজনন ও বংশবিস্তারের জন্যই ২০০২ সালে করমজলে কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছিল।

দুই ধাপে ৬ টি কুমির অবমুক্ত করার পর বর্তমানে প্রজনন কেন্দ্রে এখনো ১৮৯ টি ছোট বড় কুমির রয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর সুন্দরবনের একই এলাকায় ৩ টি কুমির অবমুক্ত করা হয়।

মো. এরশাদ হোসেন রনি/এসএস