যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। এ নিয়ে গত ১৭ দিনে যশোরের সীমান্ত এলাকা থেকে ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করলো বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে যশোর শহরের পৌর পার্ক এলাকায় অভিযান চালায় বিজিবি।
আটক ব্যক্তির নাম ইমাদুল হোসেন (২৬)। তিনি বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে বিজিবি সদস্যরা যশোর পৌরপার্কের সামনে ইমাদুল নামে এক যুবককে আটক করেন। আটকের পর দেহ তল্লাশি করে গেঞ্জির ভিতরে কোমরে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২০টি বারের ওজন দুই কেজি ৩৩৪ গ্রাম। এর আনুমানিক মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবি জানায়, বেনাপোলের একটি চক্র যশোরে এসে স্বর্ণের বার নিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করে থাকে। ইমাদুল এ চক্রের সদস্য। তিনি যশোরে এসেছিলেন স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোলে নিয়ে যাওয়ার জন্য।
লে. কর্নেল মো. সেলিম রেজা আরও জানান, গত ১৭ দিনে যশোর বিজিবি সীমান্ত এলাকা থেকে ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে। গত ৪ ডিসেম্বর যশোরের চৌগাছার সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাত কেজি।
এছাড়া গত ১৫ ডিসেম্বর বিকেলে বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ এক চোরকারবারিকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত বারের আনুমানিক মূল্য এক কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।
সবমিলিয়ে উদ্ধারকৃত ১০৪টি স্বর্ণের বারের মূল্য ৭ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা।
মিলন রহমান/এসএমএম/এমকেএইচ