দেশজুড়ে

খাবার টেবিল থেকে ডেকে নিয়ে বালু ব্যবসায়ীকে হত্যা

যশোরে হোটেলের খাবার টেবিল থেকে ডেকে নিয়ে আমিনুর রহমান বিশে ওরফে বিষে (৪৫) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের আরবপুর এলাকার আসলামের হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত বিশে ওরফে বিষে শহরের আরবপুর এলাকায় আব্দুল মালেক ওরফে খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে যশোর শহরের আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাচ্ছিলেন বিষে। এ সময় বালিয়া ভেকুটিয়া কলোনি এলাকার দেলোয়ারের ছেলে সাগর (৩০) ও তার কয়েকজন সহযোগী তাকে ডেকে নিয়ে যান। পরে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদক, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে অন্তত ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বিশে ওই এলাকায় বালুর ব্যবসা করতেন। বালু বিক্রি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

মিলন রহমান/এসআর/এমকেএইচ