নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের নৈশকোচের চাপায় সাগর রহমান (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর বাইপাস ধলাগাছ চুনাখাওয়া মোড়ের জসিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার ওবায়দুর রহমানের ছেলে ও শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী সাগর পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে ধলাগাছ চুনাখাওয়া মোড় ঘুরে জসিম বাজার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০১০০) জসিম বাজার এলাকায় এসে সাগরের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সাগর।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় পুলিশ নৈশকোচটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
জাহেদুল ইসলাম/এআরএ/এমআরএম