শেরপুরের নালিতাবাড়ীতে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য প্রদান এবং তা সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে মজিবর রহমান চৌধুরী (৪২) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মজিবর রহমান ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি।
পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকালে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে তারা। এ সময় প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অরুচিকর ও অশালীন বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী।
ওই বক্তব্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছেড়ে দেন তিনি। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়। এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে পুলিশ মঙ্গলবার বারোমারীর পোড়াগাঁও নিজ এলাকা থেকে তাকে আটক করে।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমীন বলেন, ‘বিষয়টি জানার পর ১৬ ডিসেম্বর রাতেই মজিবর রহমানকে বক্তব্য প্রত্যাহার করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বলি। কিন্তু তিনি আমার কথা শোনেননি।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইমরান হাসান রাব্বী/এআরএ