দেশজুড়ে

চিঠি নিয়ে আর ডাকবেন না বজলুর

নওগাঁর ধামইরহাটে ট্রাক্টরের চাপায় বজলুর রহমান (৭০) নামের এক ডাকপিয়নের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আলমপুর পোষ্ট অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় ইউপি মেম্বার হাফিজুর রহমান বলেন, বীরগ্রাম রাস্তার পাশে আরাফাত নামের এক ব্যক্তি ফসলি জমিতে পুকুর খননের কাজ করছেন। জমির পাশ দিয়ে ডাকপিয়ন বজলুর রহমান বৃহস্পতিবার দুপুরে সাইকেল করে চিঠি বিলি করার জন্য যাচ্ছিলেন। পুকুর থেকে মাটিভর্তি ট্রাক্টর রাস্তা নিয়ে উঠার সময় বজলুর রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করতে বলেন। রাজশাহী যাওয়ার পথে তিনি মারা যান।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামইরহাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর ফটিক চন্দ্র মাহতো বলেন, বজলুর রহমান আমাদের অধীনে দীর্ঘদিন ধরে বেসরকারিভাবে চিঠি বিলির দায়িত্ব পালন করছেন। একজন কর্মচারী সড়কে মারা গেছেন এইটা খুবই দুঃখজনক। এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

আব্বাস আলী/এসএমএম/এমএস