দেশজুড়ে

গাজীপুর মহানগরের গাছা থানা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরীর বোর্ড বাজার মোল্লা কনভেনশন সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

গাছা থানা জাপার আহ্বায়ক এম এ হানিফ মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য সচিব ও মহানগর জাপার আহ্বায়ক এম এম নিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাপার সদস্য সচিব মো. মোশারফ হোসেন।

গাছা থানা জাপার সদস্য সচিব মো. আকরাম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মো. জাকির হোসেন, মো. হারুন অর রশিদ, হাজি আব্দুস সামাদ, বাবু পবন চন্দ্র ঘোষ, জহিরুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম খান, মো. বারী মাস্টার, মো. আলফাজ উদ্দিন, মো. আলমগীর রেজা, জালাল উদ্দিন মেম্বার, মো. ইসরাফিল মিয়া, হাসান সারোয়ার সুজন, সাইফুল আলম সরকার, আব্দুস সালাম মোল্লা, মো. ওমর ফারুক, মো. বাহারুল ইসলাম ইউনুস, রোখসানা পারভীন রুমি, আব্দুল মালেক মিয়া প্রমুখ।

সম্মেলনে এমএ হানিফ মাস্টারকে সভাপতি, মো. নাজিম উদ্দিন জনিকে সহ-সভাপতি ও মো. আকরাম হোসেন সাধারণ সম্পাদক ও আবুল হোসেন আবুকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট গাছা মেট্রোপলিটন থানা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মো. আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম