দেশজুড়ে

হঠাৎ করেই শিবগঞ্জের ৭ ইউনিয়নে আ.লীগের সম্মেলন স্থগিত

কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে। নতুন নেতৃত্ব না আসায় হতাশা ব্যক্ত করেছেন ময়দানহাট্টা, কিচক, আটমুল, পিরব, মাঝিহট্ট, বুড়িগঞ্জ ও শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা আট বছর পর আগামী ২৭ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই উপজেলার ১২টি ইউনিয়ন শাখার সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়। সেই হিসেবে ২২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে উপজেলার মুক্তিযোদ্ধা কমিউনিটি কমপ্লেক্সে ডেকে দিনে তিনটি করে ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রথমদিনে রায়নগর, বিহার ও শিবগঞ্জ ইউনিয়ন কমিটির সম্মেলন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকায় জটিলতা থাকায় শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়। তবে সম্পন্ন হয় রায়নগর ও বিহারের সম্মেলন।

দ্বিতীয় দিনে (২৪ ডিসেম্বর) সৈয়দপুর, দেউলী ও মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। এরপর কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই সাতটি ইউনিয়ন শাখার সম্মেলন স্থগিত ঘোষণা করে জেলা আওয়ামী লীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পর্যায়ের একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী জানান, প্রস্তুতি নেয়ার পরেও কোনো কারণ ছাড়াই সম্মেলন স্থগিত করা দুঃখজনক। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

তারা বলেন, ‘একই সম্মেলনে কয়েকটি ইউনিয়নের নতুন নেতারা ভোট দেবেন, আবার স্থগিত ইউনিয়নের পুরোনারাই ভোট দেবেন। এটা ঠিক নয়।’

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ বলেন, ‘এতো কম সময়ে ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করে উপজেলা সম্মেলনের ভোটার তালিকা করা দুঃসাধ্য। তাই জেলা কমিটির নির্দেশে সাত ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়।’

তিনি আরও বলেন, ‘উপজেলা সম্মেলনের পর সুবিধামতো সময়ে ইউনিয়নগুলোর সম্মেলন করা হবে।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা শাখা সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নেতা সাগর কুমার রায় জানান, ‘জেলা সভাপতির নির্দেশে সাত ইউনিয়নের সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু জাগো নিউজকে বলেন, ‘কাউন্সিলর তালিকা ত্রুটিপূর্ণ আছে। এজন্য এমন নির্দেশনা দেয়া হয়েছে।’

এসএস/জেআইএম