দেশজুড়ে

নিজ এলাকার দুর্ঘটনাপ্রবণ সড়ক প্রশস্ত করে দিলেন জাকির

মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়কে গোয়ালবাড়ি বাজারের পাশের দুর্ঘটনাপ্রবণ সরু সড়ক প্রশস্ত করে দিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বর্তমানে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য।

রোববার (২৭ ডিসেম্বর) স্থানীয় জাগরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুর্ঘটনাপ্রবণ এ সড়কটি প্রশস্ত করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন- জাগরণ সমাজকল্যাণ সংস্থার সদস্যদের উদ্যোগে তিনি নিজ এলাকার বিপদসংকুল সড়কের দীর্ঘদিনের সমস্যার সমাধান করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ও এস এম জাকিরের এ উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় লোকজন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা এস এম জাকির হোসাইনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলায়।

এক ফেসবুক স্ট্যাটাসে জাকির বলেন, মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়কে গোয়ালবাড়ি বাজারের পাশে হাসপাতাল ও ইবতেদায়ী মাদ্রাসার সম্মুখের রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত একমাসেও এখানে কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু রাস্তার দুই পাশে জায়গা থাকার পরও এটি প্রশস্ত করার কোনো উদ্যোগ নেয়া হয় নি। এমনকি ঝোপঝাড়, গাছ ও টিলামাটি পড়ে রাস্তা আরও সরু হয়ে গেছে।

জাকির বলেন, আমাদের উৎসাহ দিতে কাজ দেখতে এসেছিলেন পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন।

জাগরণ সমাজকল্যাণ সংস্থার সদস্যরা রাস্তায় স্বাভাবিক গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য কাজ করে থাকেন বলে জানান জাগরণ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জাকির হোসাইন।

এসএমএম/জেআইএম