দেশজুড়ে

৩০০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেবেন সাইক্লিস্টরা

রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি বাইক মাউন্টেন প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, স্থানীয় পর্যটন বিকাশে এই ধরনের প্রতিযোগিতা খুবই কার্যকরী। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আরও আয়োজনের মাধ্যমে এই অঞ্চলকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০’ নামের এই প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। এর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনসহ তিন পার্বত্য জেলার সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো।

সাজেক থেকে থানচি পর্যন্ত ৩০০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেওয়ার এ প্রতিযোগিতায় ১০০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছেন।

সাজেকের রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।

আয়োজকরা জানান, এই মাউন্টেইন বাইক প্রতিযোগিতা সাজেক থেকে শুরু হয়, সাইক্লিস্টসরা প্রথমদিন ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করে রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এসে শেষ করবেন। দ্বিতীয় দিন রাঙ্গামাটি থেকে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করে বান্দরবান স্টেডিয়ামে গিয়ে শেষ হবে এবং তৃতীয় দিন বান্দরবান থেকে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে।

শংকর হোড়/এসএমএম/জেআইএম