দেশজুড়ে

গাজীপুরের আইসিটিফোরই শিক্ষক অ্যাম্বাসেডর হলেন বিপ্লব হোসেন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্তিক আইসিটি ফর এডুকেশনের (আইসিটিফোরই) গাজীপুর জেলার শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক মো. বিপ্লব হোসেন।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষক বিপ্লব হোসেন উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের মো. শামসুদ্দিন মিয়া ও মোসা. হনুফা বেগম দম্পতির চতুর্থ সন্তান। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। জানা গেছে, করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থা যখন প্রায় স্থবির ঠিক তখনই নিজ উদ্যোগে কালীগঞ্জ উপজেলায় সর্বপ্রথম অনলাইন ক্লাস শুরু করেন শিক্ষক বিপ্লব। এজন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমহলে বেশ প্রশংসিত হন।

তিনি নাগরী ইউনিয়নের অ্যাম্বাসেডর ও মাস্টার ট্রেইনার হিসেবে গত কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চলতি বছরের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। যে কারণে তিনি সম্প্রতি গাজীপুর জেলা আইসিটিফোরই শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় শিক্ষক বিপ্লব হোসেন বলেন, বিজয়ের মাসে এমন সু-সংবাদ সবার জন্যই আনন্দের। তাছাড়া এটা আমার পরিশ্রমের ফসল।জেলার আইসিটিফোরই শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এই শিক্ষক। পাশাপাশি নিজের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, শিক্ষক বিপ্লব খুব দক্ষ একজন শিক্ষক। তিনি আইসিটিতে বেশ পরিশ্রম করেন। আর পরিশ্রম করেন বলেই তিনি এমন পুরস্কার পেলেন। তার পরিশ্রমের এ ধারা অব্যহত থাকলে ভবিষ্যতে তিনি আরও ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই শিক্ষা কর্মকর্তা।

আব্দুর রহমান আরমান/এসআর/এমকেএইচ