কুড়িগ্রামের নাগেশ্বরীর বাঁশের তল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুদ শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকাল থেকে মোটর দিয়ে পানি সেচে পুকুরে মাছ ধরা হচ্ছিল। তিনি মাছ ধরতে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাসুদ রানা/এসআর/এমকেএইচ