দেশজুড়ে

এক ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা, অপরটি গুঁড়িয়ে দিল প্রশাসন

ইটভাটা পরিচালনার কাগজপত্র ও ল্যাইসেন্স নবায়ন না থাকায় বগুড়ার আদমদীঘির ইশবপুরের দুই ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। অপরটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ, বগুড়ার র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার সজল কুমার সরকারসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর এলাকার ডিজিএম ব্রিকস ও দুই ভাই (এমবিসিও) ব্রিকস নামের দুইটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও ইটভাটা পরিচালনা করার দায়ে দুই ভাই (এমবিসিও) ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।

অপরদিকে ডিজিএম ব্রিকসের ২০১৬ সালের পর থেকে লাইসেন্স নবায়ন না থাকায় ভাটা মালিক মোতালেব হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

এসআর/এমকেএইচ