দেশজুড়ে

গর্ব করে যেন বলতে পারি নৌকা জিতেছে : মেয়র খালেক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মোংলা বন্দরের জন্য বহু সংগ্রাম করেছি। এখন শেষ পরীক্ষায় যারা পোর্টকে জীবিত রেখেছেন পৌর নির্বাচনে তাদেরকে ভোট দিতে হবে। শেখ হাসিনার নৌকা মোংলার শ্রমজীবী মানুষকে টেনে তুলেছে। নৌকা অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আমরা উন্নয়ন করবো আর ভোট অন্য জায়গায় দিবেন তা হয় না। প্রধানমন্ত্রী আপনাদের কাছে নৌকা পাঠিয়েছেন। আমি যেন তাকে গর্ব করে বলতে পারি নৌকা জিতেছে।’

রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় মোংলার শ্রমিক মিলনায়তনে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি কালিদাস গুপ্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এছাড়া মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মণ্ডল, তরফদার মোত্তালিব মুক্ত, শ্রমিকনেতা ওমর ফারুক সেন্টু, কাউন্সিলর প্রার্থী এস এম কবির হোসেন, জাহানারা চানু, জি এম আলামীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আরও বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে ব্যালটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করতে হবে।’ মতবিনিময় সভার আগে বিকেল ৩টায় প্রধান অতিথি কেসিসি মেয়র দলীয় কার্যালয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. দুলাল হোসেন।

এরশাদ হোসেন রনি/এআরএ/এমকেএইচ