দেশজুড়ে

‘আ.লীগ ক্ষমতায় আসার পর কোনো অত্যাচার জুলুম হয়নি’

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির আমলে মানুষ নির্যাতন, জুলুম ও অত্যাচারিত হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোন অত্যাচার জুলুম হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। চরাঞ্চলের মতো জায়গায় ব্রিজ নির্মাণ হয়। প্রতিটি ঘরে বিদ্যুৎ যায়। বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে বার বার ক্ষমতায় আনতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা বাজারে বিদ্যুৎ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গম চরাঞ্চলে ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করলাম। বিদ্যুতের আলো জ্বালিয়ে ২১ গ্রামের প্রায় ১০ হাজার ৬৮ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হলো।

এ সময় মুন্সিগঞ্জ বিদ্যুৎ সমিতির ডিজিএম পঙ্কজ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

ছগির হোসেন/এসএমএম/এমএস