লক্ষ্মীপুরে মোস্তফা কামাল নামের এক আওয়ামী লীগ নেতার সাড়ে চার শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়ার পাঁয়তারা করা হচ্ছে। সদর থানা কৃষক দলের সদস্য সচিব নাছির আলম মিশন ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোস্তফা কামাল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এর আগে সকালে মিশন মোটরসাইকেলযোগে ১৫-২০ জন ভাড়াটে লোক ও সিএনজিচালিত অটোরিকশায় (লক্ষ্মীপুর-থ-১১-৩১৮২) দেশীয় অস্ত্রশস্ত্র এনে জমি দখলের চেষ্টা চালান। এ সময় মোস্তফা কামালের জমির ৭০-৮০টি সুপারি গাছ ও ৮টি গাব গাছ কেটে ফেলে তারা। একই ঘটনায় মিশনসহ পাঁচজনের নাম উল্লেখ ও ২০ জন অজ্ঞাত করে সদর থানায় লিখিত অভিযোগ করেন মোস্তফা কামাল।
ভুক্তভোগী মোস্তফা কামাল লক্ষ্মীপুর আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক ও পোশাক ব্যবসায়ী। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
মিশন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও একই এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, মোস্তফাদের সঙ্গে সাড়ে ৪ শতাংশ জমি নিয়ে কৃষক দল নেতা মিশনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় তারা মামলা হামলা করে জমি দখলে নিতে ব্যর্থ হন। এ জমি নিয়ে তিনটি মামলার রায় মোস্তফাদের পক্ষে এসেছে ও তিনটি মামলা চলমান। মঙ্গলবার সকালে অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলযোগে ১৫-২০ লোক নিয়ে এসে মিশনরা জোরপূর্বক মোস্তফাদের জমি দখলের চেষ্টা করেন। এ সময় মিশনের লোকজন বিরোধীয় জমির ৭০-৮০টি সুপারি গাছ ও ৮টি গাব গাছ কেটে ফেলেন। পরে এলাকাবাসী ধাওয়া দিলে মিশন লোকজন নিয়ে পালিয়ে যান। একপর্যায়ে তাদের নিয়ে আসা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অটোরিকশা আটকে রাখে এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, মিশন রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে নানা অপকর্ম করে আসছেন। জেলা কারাগারের কারারক্ষীকে মারধরের ঘটনায় তিনি প্রায় দেড় মাস হাজতে ছিলেন। তার বিরুদ্ধে সাতটি মামলা চলমান।
ভুক্তভোগী মোস্তফা কামাল বলেন, ‘মিশন ভাড়াটে লোকজন নিয়ে জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসেন। এতে বাধা দিলে তারা জমিতে থাকা সুপারিসহ বিভিন্ন গাছ কেটে ফেলেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষকদল নেতা নাছির আলম মিশন। তিনি বলেন, ‘আমরা আমাদের জমিতে লিগ্যালভাবে ঘর নির্মাণ করেছি। আমাদের জমি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মোস্তফা কামালরা আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে মোস্তফারা ঘর তুলেছেন।’
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠালে বিস্তারিত জানা যাবে।
কাজল কায়েস/এসআর/এমএস