নওগাঁর মান্দায় উপজেলা ভূমি অফিসের বারান্দায় বাদির হামলায় প্রতিপক্ষ ফরহাদ হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত হামলাকারী রুহুল আমিনকে (৪৫) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিসের বারান্দায় এ হামলার এ ঘটনা ঘটে। রুহুল আমিন উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের মধ্যে সাত বছর ধরে মামলা চলছে। রেকর্ড সংশোধনের একটি বিষয় নিয়ে বুধবার (৩০ ডিসেম্বর) শুনানির দিন ধার্য ছিল। কিন্তু শুনানির আগেই ক্ষিপ্ত হয়ে বাদী রুহুল আমিন ভূমি অফিসের বারান্দায় প্রতিপক্ষ ফরহাদ হোসেনের উপর হামলা করে নাক ফাটিয়ে দেন। পরে আহত অবস্থায় ফরহাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত রুহুল আমিনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আব্বাস আলী/এএইচ/এমএস