দেশজুড়ে

রাজবাড়ীতে মঞ্চস্থ হলো ‘নবাব থেকে মুজিব’

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজবাড়ীর শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ হয়েছে ‘নবাব থেকে মুজিব’।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজন ও রেপার্টরি নাট্যদল রাজবাড়ীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নবাব থেকে মুজিব।

অজয় দাস তালুকদারের রচনা ও অসীম কুমার পালের নির্দেশনায় জেলা শিল্পকলা একডেমিতে প্রদর্শিত হয় নাটকটি। এক ঘণ্টার এ নাটকটিতে ২৪ জন শিল্পী অভিনয় করেন।

নাটকে গোপালগঞ্জের ছেলে নবাব থেকে মুজিব হওয়ার কাহিনী তুলে ধরার পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।

রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ