বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজবাড়ীর শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ হয়েছে ‘নবাব থেকে মুজিব’।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজন ও রেপার্টরি নাট্যদল রাজবাড়ীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নবাব থেকে মুজিব।
অজয় দাস তালুকদারের রচনা ও অসীম কুমার পালের নির্দেশনায় জেলা শিল্পকলা একডেমিতে প্রদর্শিত হয় নাটকটি। এক ঘণ্টার এ নাটকটিতে ২৪ জন শিল্পী অভিনয় করেন।
নাটকে গোপালগঞ্জের ছেলে নবাব থেকে মুজিব হওয়ার কাহিনী তুলে ধরার পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।
রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ