দেশজুড়ে

দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে : শেখ তন্ময়

দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

তিনি বলেছেন, ১৫ আগস্টের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের খুনের সঙ্গে জড়িতরা আবারও হত্যার ষড়যন্ত্র করছে। দেশবাশীকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২ জানুয়ারি) বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

দলীয় নেতাকর্মীদের সর্তক করে শেখ তন্ময় বলেন, যারা ঘের দখলসহ নানা অপকর্ম করে বাগেরহাটকে অশান্ত করছেন তাদের বিরুদ্দে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না। আপনারা জনগণের কল্যাণে কাজ করুন।

অপরাধী যে দলের হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক, মীর ফজলে সাঈদ ডাবলু, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বসিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার এস এম আবু বক্কর সিদ্দিক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

শওকত আলী বাবু/এসজে/এমকেএইচ