নীলফামারীর জলঢাকা পৌরসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাইয়ের পর রোববার (৩ জানুয়ারি) শুধুমাত্র মেয়র পদে স্বতন্ত্র নারী প্রার্থী ইফফাত আরা জান্নাতের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম। ইফফাত আরা পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরীর স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী মনোনয়নপত্রে প্রার্থীর সমর্থনে যেসব ভোটারদের স্বাক্ষর জমা দিতে হয় সেখানে ইফফাত আরার ফর্মে বেশ কিছু ভোটারের স্বাক্ষর নকল হিসেবে চিহ্নিত হয়।
তৃতীয় ধাপে জলঢাকা পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। তফসিল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গত ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এখন মেয়র পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (বিএনপি), মোহসীন মাস্টার (আওয়ামী লীগ), আফরোজা পারভিন (জাপা), ইলিয়াছ হোসেন বাবলু (স্বতন্ত্র), জিয়াউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), সাবিনা আক্তার (স্বতন্ত্র)।
এছাড়া, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৪ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ১৯ জনের কারোরই মনোনয়নপত্র বাতিল হয়নি। তবে আগামী ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর আগামী ১১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬৩৪। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭১৩ জন।
জাহেদুল ইসলাম/এসএস