ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথের ইট ভাটার একাংশ ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে রাণীশংকৈল উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রব্বানী চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ইট ভাটার সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া জেলা প্রশাসনের পারমিট না থাকায় ইট ভাটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার ইট ভাটার একাংশ ভেঙে দেয়া হয়েছে।
এ সময় বন ও পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, দমকল বাহিনীর কর্মীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ইট ভাটার মালিক ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘ডিসি অফিসে সময়মত কাগজপত্র না পৌঁছানোর কারণে আমার ইট ভাটা ভাংচুরসহ জরিমানা করা হয়েছে।’
তানভীর হাসান তানু/এমএইচআর/জেআইএম