৫ জানুয়ারি ভোট ডাকাতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মী এ সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট কামরুল হাসান, তোফাজ্জেল হোসেন মিয়া, রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী জানান, ভোট ডাকাতির প্রতিবাদ অনুষ্ঠানে কালো পতাকা উত্তোলন করতে গেলে পুলিশি বাধার কারণে তারা পতাকা উত্তোলন করতে পারেননি। তবে কালো ব্যাচ ধারণ এবং সমাবেশ করেছেন।
এছাড়া আহ্বায়ক কমিটির একটি অংশ প্রতিবাদ সমাবেশে অংশ না নেবার প্রসঙ্গে বলেন, এর কারণ তিনি জানেন না। তবে প্রোগ্রামে তাদের আশা উচিত ছিল।
রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ