পাবনায় আকরাম আলী (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জানুয়ারি) সকালে আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম জেলার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের কচুয়াগাড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ অনুসন্ধান করছে পুলিশ। প্রাথমিক ধারণা, বাড়ি থেকে কৌশলে তাকে তুলে এনে হত্যা করেছে দূর্বৃত্তরা।
আমিনুল ইসলাম জুয়েল/এসএমএম /জিকেএস