সিরাজগঞ্জের বেলকুচিতে পিতা-পুত্র হত্যা মামলার আসামিকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রান্ধুনিবাড়ি চর থেকে মামলা এজাহারভূক্ত ৩নং আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে আটক করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহিনূর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রান্ধুনিবাড়ি চরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা গুলি ছোড়ে। এ সময় আলোচিত নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদী শিকদার হত্যা মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় দুইটি অস্ত্র, দুইটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।
প্রসঙ্গত, ৮ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি রান্ধুনিবাড়ি চরে নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদি শিকদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল বাদী হয়ে বেলকুচি থানায় এজাহারভূক্ত ১২ জনসহ আরো অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জিকেএস