ঝালকাঠির রাজাপুরের একটি এলাকার নাম ‘হাইজ্যাক মোড়’। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে সেখানেই ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান।
এ ঘটনায় রাজাপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতেই মামলা করেন তিনি। আসামিরা হলেন- রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলের ছোট ভাই রফিকুল ইসলাম রাজু, আজিজ খানের ছেলে রাসেল খান, সেলিম তালুকদারের ছেলে সাকিব তালুকদার, আব্দুর সুকুরের ছেলে সুজন, রাব্বি, জিলান, রাজাপুর অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ও নারিকেলবাড়িয়ার সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চান।
এদিকে বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিদের গ্রেফতারের দাবি এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন সিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজাপুর থেকে বাসে বরিশালের দিকে যাচ্ছিলেন। ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কের কাছে পৌঁছলে মামলায় উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাত দু-তিনজন তাকে চলমান বাস থেকে জোরপূর্বক নামিয়ে হাইজ্যাক মোড়ের মসজিদের কাছে নিয়ে যায়। এসময় তার সাথে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা লোহার রড ও অস্ত্র দেখিয়ে আশপাশের লোকজনকে ভয় দেখালে কেউ এগিয়ে আসেনি।
তিনি জানান, কর্মজীবনে তিনি কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় কাজ করেছেন। এখন অবসরে। মঙ্গলবার কৃষি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছিলাম। আগে থেকে আসামিরা ওঁৎ পেতে থেকে টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় তিনি মামলা করলেও ২৪ ঘণ্টায় আসামিদের গ্রেফতার করা হয়নি। উল্টো তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
জানতে চাইলে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত পুলিশ তাদের গ্রেফতার করবে।’
আতিকুর রহমান/এএএইচ/জেআইএম