আন্তর্জাতিক

কুইবেকে করোনার সংক্রমণ ঠেকাতে কারফিউ

কুইবেকে করোনার সংক্রমণ ঠেকাতে কারফিউ

কানাডার কুইবেক প্রদেশে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে এই প্রথম কারফিউ জারি করা হয়েছে। আগামী শনিবার (৯ জানুয়ারি) থেকে লকডাউনের অংশ হিসেবে এ কারফিউ বলবৎ হবে।

Advertisement

কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লিগাল্ট বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার থেকে নতুন এ লকডাউন এবং রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে। এসব পদক্ষেপ কার্যকর করতে পুলিশকে নির্দেশনা দিয়েছি।

লিগাল্ট আরও বলেন, যারা কারফিউ ভঙ্গ করবে, তাদের সর্বোচ্চ ৬ হাজার কানাডিয়ান ডলার (৭০০ মার্কিন ডলার) জরিমানা গুণতে হবে।

ঐতিহাসিকদের মতে, ১০০ বছর আগে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু’র পর থেকে কানাডায় আর এ ধরনের কারফিউ জারির নির্দেশ দেয়া হয়নি।

Advertisement

কুইবেকে বুধবার নতুন করে ২ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৭ জনের মৃত্যু হয়েছে।

এএএইচ/এমকেএইচ