কিশোরগঞ্জের কটিয়াদীতে দলীয় প্রয়াত এক নেতার মিলাদ মাহফিলে অংশ নিতে গিয়ে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান রেনু বাদী হয়ে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন সুমন, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ও রুবেল হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিনের স্মরণে মিলাদ মাহফিলে যোগ দিতে যান।
এ সময় যুবলীগ নেতা জাকির হোসেন সুমনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তার সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গাড়ির ড্রাইভারকেও মারধর করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
নূর মোহাম্মদ/এমআরআর