নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মনোনীত প্রার্থীর বিপক্ষে আর কোনও প্রার্থীকে দেখতে চান না বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের চৌরাস্তায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনজুমান আরার সঙ্গে মতবিনিময় সভায় তারা এ কথা জানান। সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা কমান্ডার আব্দুল্লাহেল বাকী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, জেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এসএ মতিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফারুক হোসেন, সাইফুর রহমান হিলু, আব্দুর রহিম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধারা বলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কয়েক মাস আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগ থেকে কেউ বিদ্রোহী হিসেবে নৌকার বিপক্ষে নির্বাচন করুক সেটা আমরা চাই না।
তারা আরও বলেন, আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়ে দিতে চাই আগামীকাল যেহেতু প্রত্যাহারের শেষ তারিখ, সেহেতু কালকের পর যেন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরা বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল আমাকে নড়াইল পৌরসভার মেয়র হিসেবে দেখার। তিনি আজ বেঁচে নাই। আমি আপনাদের (বীর মুক্তিযোদ্ধা) অনুরোধ করি নৌকার পক্ষে কাজ করে আমাকে মেয়র নির্বাচিত করতে সহায়তা করবেন।
হাফিজুল নিলু/এসজে/জেআইএম