মানিকগঞ্জের সিংগাইরে একটি মেছো বাঘকে ধরার সময় হামলার শিকার হন আয়ুব আলী ও আব্দুর রহিম নামে দুই ব্যক্তি। এ ঘটনার পর গ্রামবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টার করে বাঘটিকে জীবিত ধরে। এরপর বস্তায় করে থানায় নিয়ে যাওয়ার পথে বাঘটি মারা যায়।
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের জৈল্ল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম (নুর আলম) জানান, জৈল্ল্যা গ্রামের জয়নাল মেম্বারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে মেছো বাঘটি বাসা বেঁধে ছিল। সোমবার বিকেলে বাঘটি স্থানীয়রা দেখতে পান। বাঘ যাতে ঘর থেকে বের হতে না পারে এ জন্য তারা চারপাশ আটকিয়ে দেন। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ওই বাড়িতে জড়ো হন। বিষয়টি পুলিশ এবং বন ও পরিবেশ কর্মকর্তাদেরও জানানো হয়। পুলিশের উপস্থিতিতে গ্রামবাসী জাল ও বস্তা নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার করে সন্ধ্যা ৭ টার দিকে বাঘটি ধরতে সক্ষম হন। এ সময় বাঘের হামলায় দুজন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রামবাসী বাঘটি বস্তায় ভরে থানায় নিয়ে যান। কিন্তু থানায় নিয়ে দেখেন বস্তার ভেতরেই বাঘটি মারা গেছে, বলে জানান তিনি।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাঘটি স্থানীয়রা বস্তায় ভরে থানায় নিয়ে আসলেও পথেই তার মৃত্যু হয়েছে। বস্তার ভেতর দম বন্ধ হয়ে হয়তো তার মৃত্যু হতে পারে।
বি.এম খোরশেদ/এমএইচআর